মেগা নিলামের পর থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনা-কল্পনা, কবে শুরু হবে আইপিএল? দশ দলের আইপিএল নিয়ে যে আগ্রহের কমতি নেই! অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটেছে। জানা গেছে আসছে আইপিএলের শুরুর দিনক্ষণ। বিসিসিআই জানিয়েছে, আইপিএলের ১৫তম আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ।
সম্প্রতি ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছিল, টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস আগেই বিসিসিআইকে অনুরোধ করেছিল, টুর্নামেন্টের সময়টা খানিকটা এগিয়ে আনতে। সেক্ষেত্রে মার্চ শেষ দিক থেকে আইপিএল শুরু করার কথা বলেছিল প্রতিষ্ঠানটি। স্টারের সেই অনুরোধই রাখল বিসিসিআই। আইপিএল শুরু হচ্ছে মার্চেই।
বৃহস্পতিবার বিকেলে এক বৈঠকে মিলিত হয়েছিল আইপিএলের গভর্নিং কাউন্সিল। সেখানেই মূলত চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে এ বিষয়ে। আইপিএল শুরুর দিনক্ষণ ঠিক হলেও এখনো ভেন্যু, সূচি ঠিক হয়নি। তবে জোর গুঞ্জন, গেল আসরের প্রথম পর্বে করোনা সমস্যার কথা মাথায় রেখে এবার দুই-তিনটি ভেন্যুতেই আয়োজন করা হবে পুরো টুর্নামেন্ট। এক শহরেও হতে পারে টুর্নামেন্টটি, সেক্ষেত্রে শহরটা হবে মুম্বাই।
তবে সেটা হলে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেও খেলতে হবে সব দলকে। মুম্বাই ইন্ডিয়ান্সের হোম ভেন্যু হওয়ায় এখানে তাদের বিপক্ষে হোম ম্যাচ খেললে কার্যত সেটা হয়ে যাবে একটা অ্যাওয়ে ম্যাচই। সে সুবিধাটা মুম্বাইকে দিতে নারাজ বাকি দলগুলো, গুঞ্জন ভারতীয় সংবাদ মাধ্যমে।
ফলে এ বিষয়ে একটা সমস্যার মুখেই পড়তে পারে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তবে অংশীদারদের সঙ্গেও আলোচনায় বসবে বিসিসিআই, সেখানেই এই সমস্যার সমাধান খুঁজবে সব পক্ষ, জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম।
এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান গেল আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও দলটি মেগা নিলামের আগে ছেড়ে দেয় তাকে। এরপর আইপিএল নিলামেও কোনো দল আগ্রহ দেখায়নি ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই খেলোয়াড়কে নিয়ে।