জনপ্রিয় অভিনেত্রী শবনম। দীর্ঘদিন ধরেই রয়েছেন রূপালি পর্দার আড়ালে। জানা গেছে- বেশ কয়েকদিন ধরে অসুস্থ শবনম। বাড়িতেই চলছে তার চিকিৎসা।
জানা যায়, সর্দি-কাশিতে ভুগছেন শবনম। চিকিৎসকের পরামর্শে কিছু পরীক্ষা করিয়েছেন। সেগুলোর রিপোর্ট হাতে পাননি। তবে তার চিকিৎসকরা জানিয়েছেন গুরুতর কোনো সমস্যা নেই।
করোনার যে সব উপসর্গ রয়েছে তার মধ্যে সর্দি ও কাশি ছাড়া আর কিছু নেই শবনমের। দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এই নায়িকা।
শবনমের প্রকৃত নাম ঝর্না বসাক। অভিনয়ে আসার পর নাম পরিবর্তন করেন তিনি। ১৯৬১ সালে ‘হারানো দিনের’ বাংলা চলচ্চিত্রে মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ৫০ বছরের ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসায়িক সিনেমা। তার অভিনীত সর্বশেষ ছবি ‘আম্মাজান’। প্রয়াত নায়ক মান্নার মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি।
শবনম অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘চান্দা’, ‘তালাশ’, ‘নাচঘর’, ‘কাজল’, ‘আখেরী স্টেশন’, ‘দরশনর, ‘তুম মেরে হো’, ‘উত্তরণ’, ‘জোয়ার ভাটা’, ‘নাচের পুতুল’, ‘যোগাযোগ’, ‘সন্ধি’, ‘আমার সংসার’, ‘কারণ’, ‘দিল’, ‘জুলি’, ‘সহধর্মিনী’, ‘শর্ত’ ও ‘আম্মাজান’।
এক সময়ের আলোচিত এই অভিনেত্রী পাকিস্তানের চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখায় মোট ১২ বার ‘নিগার’ পুরস্কার লাভ করেন।