প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীর কাছে হেরেছে মোহামেডান। বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে হারায় মতিঝিল পাড়ার ক্লাবটিকে। আবাহনীর হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন সোহেল রানা। এই জয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে আকাশি-হলুদ শিবির। সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মোহামেডান।
কাগজে-কলমে আবাহনীর চেয়ে মোহামেডান অনেক দুর্বল দল হলেও মাঠে সমানে লড়েছে। মোহামেডান একাধিকবার সমতা আনার সুযোগ হাতছাড়া করেছে। ভাগ্যও মোহামেডানকে সহায়তা করেনি। ৭৭ মিনিটে নাইজেরিয়ান ওবি মনেকের ফ্রিকিক ক্রসবারে লেগে ফিরে আসে। ক্রসবার বিড়ম্বনায় পড়েছে আবাহনীও।
৮ মিনিটে কোস্টারিকান দানিয়েল কলিনদ্রেসের ক্রসে জুয়েল রানার ভলি শট পোস্টে প্রতিহত হয়। মিনিটতিনেক পর লিড নেওয়ার সুযোগ পেয়েছিল মোহামেডান। সুবর্ণ সুযোগ নষ্ট করেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে। ম্যাচের ২৮ মিনিটে পরিকল্পিত এক আক্রমণে এগিয়ে যায় আবাহনী। সোহেল রানা দর্শনীয় গোল করেন। তার বুলেট গতির শটে মোহামেডান গোলকিপার সুজন ছিলেন অসহায়। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল আবাহনীর। গোল করার মতো জায়গায় থেকেও জুয়েল বল মারেন সাইড পোস্টের পাশ দিয়ে।
দ্বিতীয়ার্ধে দুদলই গোলের সুযোগ তৈরি করেছিল। ফিনিশিং দক্ষতার অভাবে স্কোরলাইনে আর কোনো প্রভাব পড়েনি। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে মাঠে কিছুটা উত্তেজনাও ছিল। ম্যাচের মাত্র ২ মিনিটেই কর্নার কিককে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোহামেডানের দুজন ও আবাহনীর একজনকে হলুদ কার্ড দেখান রেফারি। প্রথমার্ধে আবাহনীর চারজন ও মোহামেডানের তিনজন হলুদ কার্ড দেখেন।