র্যাব ও এর সাবেক এবং বর্তমান ৭ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে সরকার। এ বিষয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নেবে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল এই তথ্য জানিয়েছেন। নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নিষেধাজ্ঞার বিষয়ে মামলা করা হবে কিনা এ সপ্তাহেই সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে তিনটি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেন, আমরা প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে গেছি যে, সেখানে আমাদের হয়ে কথা বলার জন্য বা মামলায় লড়ার জন্য প্রতিনিধি নিয়োগের বিষয়ে। র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তৃতীয় কোনো দেশের সহায়তা নেয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ইস্যুতে আইনি এবং কূটনৈতিক দুই প্রচেষ্টাই অব্যাহত থাকবে।
এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর। নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে র্যাবের সাবেক মহাপরিচালক ও পুলিশের বর্তমান আইজি বেনজীর আহমেদ, র্যাবের বর্তমান ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. আনোয়ার লতিফ খান, র্যাব-৭ এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দীন আহমেদ রয়েছেন।