চট্টগ্রামে শুরু হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ বুধবার সকালে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। এর আগে দুই দলের আট বারের দেখায় ৫ বার জয় পায় টাইগাররা, ৩ বার জেতে আফগানিস্তান। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হলো চট্টগ্রামের ছেলে ইয়াসির আলী রাব্বির। চলতি সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ওয়ানডে সুপার লিগে দুই দলই ভালো অবস্থায় রয়েছে। ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ। অন্যদিকে, ৬০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চমে রয়েছে আফগানরা। বাংলাদেশ যদি সিরিজ জিতে নেয় তবে পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে আসবে।
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই ও ফজল হক ফারুকি।