বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাস্ট ও র্যালির আয়োজন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। এ সংক্রান্ত এক জরুরি নির্দেশনা দিয়েছে অধিদফতর।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সব মাধ্যমিক বিদ্যালয়ে কোভিড-১৯ পরিস্থিতির কারণে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ আছে। কিন্তু ইতোমধ্যে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাস্ট ও র্যালির আয়োজন করছে, যা এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।