স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপ ফুটবল চ্যাম্পিয়ন আবাহনী এবার প্রিমিয়ার ফুটবল লিগে ট্রেবল জয়ের খোঁজে নেমেছে। লিগ চ্যাম্পিয়ন হতে পারলে আবাহনীর অভিযান সফল হবে। তাই ভিন্ন কিছু চিন্তা আবাহনীর ঘরে। ভালো মাঠে খেলতে হবে। ঢাকার বাইরে ভেন্যু নিয়েছে। সিলেটকে পছন্দ করেছে আবাহনী। যাওয়া-আসা, হোটেল সুবিধা ভালো। পুরো দল বিমানে চড়ে সিলেট গিয়েছে। অতিথি দল মোহামেডানও সময় বাঁচাতে বিমানে চড়ে গিয়েছে।
আজ (২৩ ফেব্রুয়ারি) সিলেট জেলা স্টেডিয়ামে মোহামেডান-আবাহনীর প্রথম দেখাদেখি। ফ্লাড লাইটে খেলা হবে। তাই খেলা শুরু হবে বিকাল সাড়ে ৫টায়। শেষ কবে মোহামেডান কিংবা আবাহনী সিলেটের মাঠে খেলেছিল। এমন প্রশ্নের জবাব খোঁজার সময় কোথায়। হোটেলে উঠেই অনুশীলনের প্রস্তুতি নিয়ে পালাক্রমে স্টেডিয়ামে হাজির হয় মোহামেডান-আবাহনীর ফুটবলাররা।
মোহামেডান-আবাহনী অনুশীলন করে হোটেলে ফিরেছে। একদিন আগে সিলেটে যাওয়া আবাহনীর খেলোয়াড়রা নিজেদের মতো করে মাজার জিয়ারত করেছেন। প্রথম বারের মতো আজ সিলেটের মাটিতে দেশের খ্যাতনামা দুই দলের লড়াই হতে যাচ্ছে, বাড়তি উৎসাহ থাকতেই পারে। দুই দলই চাইছে ম্যাচটা স্মরণীয় হয়ে থাকুক। আজকের খেলা: মোহামেডান ও আবাহনী, বিকাল ৫টা ৩০, সিলেট স্টেডিয়াম। শেখ জামাল ও শেখ রাসেল, বিকাল ৩টা, বীর ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম, মুন্সীগঞ্জ।