বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২০ মার্চ) বেলা ১১টা ১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রুহুল আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচ-এর আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজকে তিনি মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও বলেন, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আছর বনানী সেনা কবরস্থানে তার দাফন করা হবে।
জানা যায়, গত ১০ মার্চ জ্বর-সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।