তালেবান ক্ষমতা দখলের পর বন্ধ হয়ে গেছে বেতন, আছেন দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করছেন সেখানে থাকা আফগান কূটনীতিকরা। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে আফগানিস্তানের দূতাবাস এবং নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে আফগান কনস্যুলেটে কাজ করেন বেশ কয়েক জন আফগান কূটনীতিক। গত বছর অক্টোবরে যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারকে উৎখাত করে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। তারপর থেকে যুক্তরাষ্ট্র সরকার সে দেশে থাকা আফগানিস্তানের সব অ্যাকাউন্ট বন্ধ করে রেখেছে।
ফলে কূটনীতিকদের বেতন বন্ধ হয়ে গেছে। যদিও কূটনীতিকরা এখনো যুক্তরাষ্ট্রে দূতাবাস এবং কনস্যুলেট খোলা রেখেছেন। তারা কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি তাদের কূটনৈতিক পরিচয় (স্ট্যাটাস) বহাল রাখতে চাইছেন। না হলে তাদের যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে যেতে হবে। আফগানিস্তান বর্তমানে যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে আফগান কূটনীতিকরা কোনোভাবেই দেশে ফিরতে চাইছেন না। এজন্য তারা এখন যুক্তরাষ্ট্রে আশ্রয় অথবা বৈধভাবে থাকার অনুমতি চাইছেন। কিন্তু তাদের বিষয়ে সিদ্ধান্ত আসার আগেই যদি দূতাবাসগুলো বন্ধ হয়ে যায় তবে আফগান কূটনীতিকরা রাষ্ট্রহীন হয়ে পড়বেন।