গন্তব্য একটাই, ‘ফাইনাল’। ট্রফির মঞ্চে যাবে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্স না কি তারুণ্যের শক্তিতে বলীয়ান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্বপ্নযাত্রা এগিয়ে যাবে। ক্রিকেট প্রেমীদের মনের দোলাচাল কেটে যাবে আজ (১৬ ফেব্রুয়ারি)। ২২ গজের লড়াইয়ে বিপিএলের অষ্টম আসর খুঁজে পাবে দ্বিতীয় ফাইনালিস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কুমিল্লা-চট্টগ্রাম। ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৫টায়।
যোজন-যোজন না হলেও শক্তিমত্তায় স্পষ্ট ব্যবধান রয়েছে দুই দলের। চট্টগ্রামের চেয়ে কাগজে-কলমে অনেক এগিয়ে কুমিল্লা। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারে ভরপুর কুমিল্লা প্রথম সুযোগেই ফাইনালের মঞ্চে পা রাখতে পারেনি। গত ১৪ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে হেরেছিল ইমরুলের দল। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকায় ফাইনালে যেতে আজ আরেকটি সুযোগ পাচ্ছে কুমিল্লা।
গতকাল মঙ্গলবার অনুশীলনহীন দিন শেষে জয় বলেছেন, আজ ফাইনালে যাওয়ার দ্বিতীয় সুযোগটা কাজে লাগাতে চান। তিনি বলেছেন, ‘শেষ ম্যাচটা আমরা তেমন ভালো ক্রিকেট খেলিনি। তাই এটা আমাদের জন্য আরেকটি সুযোগ। এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারলে ফাইনাল খেলার সুযোগ হবে। নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবো যেন কালকের (আজ) ম্যাচ জিততে পারি।’