ভারতীয় মুদ্রা, ইয়াবা, গাঁজাসহ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পাঁচ হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার বালিয়াঘাট নতুনবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা নয়াপাড়ার কিতাব আলীর ছেলে ইকবাল হোসেন, সফর আলীর ছেলে বাবুল মিয়া, দুধের আউটা গ্রামের সুফাফর মিয়ার ছেলে হৃদয় মিয়া, বালিয়াঘাটের আব্দুল মজিদের ছেলে সজীব রহমান, একই গ্রামের এমদাদুল রহমানের ছেলে সালমান মিয়া।
রাতে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, আটকদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তিনি জানান, থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা বালিয়াঘাট নতুনবাজার এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের একটি আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ভারতীয় ১০ হাজার ৫৫০ মুদ্রা (রুপি) জব্দ করেন। ওই সময় নিজেদের হেফাজতে ইয়াবা, গাঁজা, ভারতীয় মুদ্রা রাখার দায়ে ইকবাল, হৃদয়, সালমান, বাবুল, সজীবসহ সীমান্তের চিহ্নিত পাঁচ মাদক ও হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়।