শিল্পী আকবর ‘ইত্যাদি’র মাধ্যমে উঠে আসেন । ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে পরিচিতি পেয়েছিলেন পেশায় রিকশাচালক আকবর। সে অবশ্য অনেক বছর আগের কথা। বর্তমানে এই শিল্পী শারীরিক অসুস্থতার কারণে অর্থনৈতিক সংকটে জীবনযাপন করছেন।
আকবর ফেসবুক পেইজে কয়েকটি ছবি সম্প্রতি প্রকাশ করেন। সেখানে তাকে ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে দেখা গেছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এখন তিনি কারো সহযোগিতা ছাড়া ওঠা-বসা করতেও পারেন না। পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পেয়েছেন।
এ প্রসঙ্গে আকবর বলেন, বিপদ আমাকে ছাড়ছে না। আমি চলতে পারি না। আমার মেরুদণ্ডের হাড়ের মধ্যে নার্ভ ঢুকে গেছে। এমআরআই করেছিলাম। তখন জানিয়েছিল, অপারেশনে জন্য ৭০ হাজার টাকার মতো লাগতে পারে। পরে আবার শুনি, হাড়ের কি যেন চেঞ্জ করতে হবে।
কিন্তু পরে জানা যায়, আকবরের মেরুদণ্ডের শেষ হাড়ে সমস্যা। পরিবর্তন করতে হবে ডিস্ক। এ জন্য প্রয়োজন ৪-৫ লাখ টাকা। অন্যদিকে সংসার খরচও তার কাঁধের ওপর। সব মিলিয়ে দিশাহীন অবস্থায় রয়েছেন এই গায়ক।
অবশ্য, আকবরের এই দুঃসময়ে এগিয়ে এসেছেন ঢাকাই সিনেমার খল-অভিনেতা ডিপজল। তিনি আকবরকে ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছেন। আকবরের ভাষ্য অনুযায়ী- ‘আমি ডিপজল ভাইকে ফোন দিয়েছিলাম। তিনি সব কিছু শুনে টাকাটা দিয়েছেন।’