সময়ের দাবী
No Result
View All Result
Friday, July 4, 2025
  • Login
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • বর্তমান বিশ্ব
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • শিক্ষা
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী
  • English
সময়ের দাবী
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • বর্তমান বিশ্ব
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • শিক্ষা
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী
  • English
No Result
View All Result
সময়ের দাবী
No Result
View All Result
Home জাতীয়

সচিবের রিসোর্ট রক্ষায় পাউবোর জরুরি বরাদ্দ

February 13, 2022
in জাতীয়
Reading Time: 1min read
A A
0
সচিবের রিসোর্ট রক্ষায় পাউবোর জরুরি বরাদ্দ
Share on FacebookShare on Twitter

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার কক্সবাজারের প্যাঁচার দ্বীপে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নজিরবিহীন প্রতারণা করেছেন। সাগরের উপকূল এলাকার ভাঙন রোধে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জরুরি কাজের আবেদন নিয়ে প্রকারান্তরে তিনি নিজের রিসোর্ট রক্ষা করেছেন। এর ফলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জরুরি বরাদ্দের এই প্রকল্প আবেদন অনুযায়ী স্থানীয় অধিবাসীদের কোনো কাজে আসেনি। বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ-অসন্তোষ বিরাজ করছে।

পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের তৎকালীন নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী যুগান্তরকে জানান, ‘স্থানীয় মানুষের আবেদনের পর পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ারের নির্দেশে রামু উপজেলার রেজু খালের মোহনা এবং প্যাঁচার দ্বীপে সাগরের উপকূল ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও টিউবের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়।’ এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে হোয়াটসঅ্যাপে এই নির্বাহী প্রকৌশলী লিখিতভাবে জানান, ‘জরুরি এই কাজের দৈর্ঘ্য ৩৩০ মিটার। ব্যয় হয়েছে ৪০ লাখ টাকা।’

তথ্যানুসন্ধানে জানা যায়, গত ৪ জুন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে স্থানীয় বাসিন্দাদের ৮১ জন সমুদ্র উপকূলবর্তী এলাকা ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। এতে বলা হয়, ‘কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৯নং প্যাঁচার দ্বীপ গ্রামের পশ্চিম পাশ সাগর উপকূলবর্তী এলাকা। এ এলাকায় অসংখ্য ঘর-বাড়ি, স্কুল-মাদ্রাসা, মসজিদ, হেফজখানা, এতিমখানা, কবরস্থান, পানের বরজ, সুপারি ও নারকেল বাগানসহ বিভিন্ন শ্রেণির জমি রয়েছে। কিন্তু প্রতিবছর সাগরের ঢেউয়ে উপকূলবর্তী এ অঞ্চল ভেঙে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এজন্য ভাঙনের কবলে পড়া জনবসতিপূর্ণ সংশ্লিষ্ট এলাকাটি রক্ষার জন্য জোর দাবি জানাচ্ছি।’ এদিকে এ আবেদনের বিষয়ে জরুরি ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশ দেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। আবেদনের ওপর লিখিত নির্দেশনা দিয়ে পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলীর কাছে পাঠিয়ে দেন তিনি। যুগান্তরের তথ্যানুসন্ধানে এলাকাবাসীর স্বাক্ষরিত ওই আবেদন প্রতিবেদকের হাতে আসে। আবেদনে স্থানীয় বাসিন্দাদের নামসহ স্বাক্ষর রয়েছে। সেখানে প্রত্যেকের মোবাইল নম্বরও দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, খুনীয়াপালং ইউনিয়নে বেশ কয়েকজন প্রভাবশালী মানুষ সচিব কবির বিন আনোয়ারের লোক পরিচয়ে প্রভাব বিস্তার করে। এর মধ্যে মাহবুব, সরোয়ার, কাশেমসহ অনেকেই আছেন। এরাই মূলত সাধারণ মানুষকে দিয়ে পূর্বপরিকল্পিতভাবে সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের কাছে লিখিত আবেদন জানাতে উৎসাহীত করেন। উপকূল রক্ষায় সহজসরলভাবে এলাকার শতাধিক ক্ষতিগ্রস্ত লোক আবেদন করেন। কিন্তু জরুরি কাজের আবেদন নিয়ে বন্ধুবান্ধবসহ নিজের রিসোর্ট রক্ষা করবেন, এটা তারা কল্পনাও করতে পারেননি।

গুরুতর এমন অভিযোগের পর সরেজমিন অনুসন্ধানী টিম। প্যাঁচার দ্বীপে গেলে ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের ক্ষোভ-অসন্তোষের পুরো বিষয়টি তুলে ধরেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে ২০/২৫ জনের সঙ্গে প্রতিবেদকের কথা হয়। তাদের প্রত্যেকের একবাক্যে প্রথম অভিযোগ ছিল-তারা যেভাবে ক্ষতিগ্রস্ত এলাকার সীমানা উল্লেখ করে আবেদন করেছেন, সেভাবে কোনো কাজ হয়নি। বরং তাদের দরখাস্তকে পুঁজি করে সিনিয়র সচিবসহ প্রভাবশালী কয়েকজন নিজেদের সম্পদ রক্ষা করেছেন। এহেন চক্রান্তের বিষয়টি তারা আগে বুঝতে পারেননি। মূলত তাদেরকে দিয়ে এভাবে আবেদন করার উদ্দেশ্য ছিল পূর্বপরিকল্পিত, যা প্রতারণা করা ছাড়া আর কিছু নয়।

তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দাবিদার মাহমুদ আলমের সরাসরি অভিযোগের তির ছিল সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে। প্রতারণামূলক প্রতিরক্ষা বাঁধ দেওয়া ছাড়াও সচিব কবির বিন আনোয়ার জোরপূর্বক তার মতো গরিব কৃষকের জমি দখল করে রিসোর্টের রাস্তা বানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে মাহমুদ আলম আঞ্চলিক ভাষায় বলেন, ‘তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মাবুদের নেতৃত্বে স্থানীয় কয়েকজন ক্যাডার দিয়ে কবির বিন আনোয়ার আমাকে বেঁধে অনেক মারধর করেন। এই এলাকার অনেক লোকজন এই ঘটনা প্রত্যক্ষ করেছে। আমার জমি দখল করে তিনি তার ব্যক্তিগত রিসোর্টে যাওয়ার জন্য রাস্তাও করেছেন। পরে জমি রেজিস্ট্রি করে দিতে বাধ্য হন। তবে তিনি ন্যায্য দাম থেকে বঞ্চিত হন।’

স্থানীয় পল্লী চিকিৎসক বদিউল আলম বলেন, ‘সচিব কবির বিন আনোয়ার প্যাঁচারদ্বীপের মানুষের স্বাক্ষর নিয়ে নিজের রিসোর্ট রক্ষা করেছেন, যা সাধারণ মানুষের কোনো উপকারে আসেনি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কবির বিন আনোয়ার জমি কিনেছেন একস্থানে, আবার বাস্তবে দখল করেছিলেন আরেক স্থানে।’ মাহমুদ আলমকে বেঁধে নির্যাতন করার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে খুনীয়াপালং ইউনিয়নের বিদায়ি চেয়ারম্যান আব্দুল মাবুদ বলেন, ‘সচিব স্যার জমি কেনার পর সেখানে রাস্তা ছিল না। এ কারণে ইউনিয়ন পরিষদ রাস্তা বানাতে সহযোগিতা করেছে। ওইদিন ঘটনাস্থলে সচিবের ঘনিষ্ঠ কাউন্সিলর মাহবুব, সরোয়ার, কাশেমসহ অনেকেই ছিলেন। আমাকেও ডাকা হয়। তবে মাহমুদ আলমকে মারধর করার অভিযোগ মিথ্যা।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সচিবের কেনা জমিটি ছিল এজমালি সম্পত্তি। প্রথমে কিনেছেন মাহমুদ আলমের বড় ভাইয়ের মেয়েদের কাছ থেকে, পরে শুনেছি মাহমুদ আলমের জমিও কিনে নিয়েছেন।’প্রসঙ্গত, রহস্যজনক কারণে সচিবের রিসোর্টে কোনো সাইনবোর্ড নেই। তবে নাম না থাকলেও এলাকায় এটি ‘পানি সচিবের রিসোর্ট’ নামে পরিচিত। একটি আধুনিক রিসোর্টে যা থাকার কথা, এর সবই আছে এখানে।

এলাকাবাসী জানিয়েছেন, মাঝেমধ্যে সচিব নিজেও এখানে এসে সময় কাটান। কবির বিন আনোয়ারের প্যাঁচার দ্বীপের রিসোর্টটি দেখভাল করেন অভিযোগকারী মাহমুদ আলমের আত্মীয় আব্দুস সালাম। এ বিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম বলেন, রিসোর্টটির নাম ‘লাইট হাউজ’। তবে বাইরে সচিব স্যার কোনো সাইনবোর্ড দেননি। কারণ, রিসোর্টটি স্যারের ব্যক্তিগত। স্যার কক্সবাজার এলে এখানেই থাকেন।’

সরেজমিন অনুসন্ধানে এলাকাবাসীর অভিযোগের সত্যতাও মিলেছে। সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের রিসোর্টসহ আরও কয়েকজন প্রভাবশালীর রিসোর্ট ও জমি যে পর্যন্ত, সেই সীমানা বরাবর সাগরের ঢেউ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রিসোর্ট করতে আগ্রহী আরও কয়েকজন প্রভাবশালীর জমি রয়েছে কবির বিন আনোয়ারের রিসোর্টের আশপাশ এলাকায়। যারা কয়েকজন ঢাকার বাসিন্দা। প্যাঁচার দ্বীপে কবির আনোয়ারের রিসোর্টের পাশেই রয়েছে বিএনপি শাসনামলের পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের মামাতো ভাই বিএনপি নেতা জিয়া উদ্দিন খান পাপলোর মালিকানাধীন মারমেড রিসোর্ট।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কক্সবাজারের উপকূল রক্ষার নামে কবির বিন আনোয়ার স্থানীয় মানুষের কাছ থেকে বরাদ্দের আবেদন নিয়ে এই মারমেডসহ নিজের রিসোর্ট রক্ষা করেছেন। দুর্নীতি দমন কমিশন কিংবা নিরপেক্ষ কোনো সংস্থা দিয়ে সুষ্ঠু তদন্ত হলে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। স্থানীয় মানুষের বড় অভিযোগ-মেরিন ড্রাইভের নকশাও পরিবর্তন হয়েছে এই প্রভাবশালীদের রিসোর্টের কারণে।

তথ্যানুসন্ধানে দেখা যায়, সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ২০০০ সালের ৩০ নভেম্বর খুনীয়াপালং ইউনিয়নের প্যাঁচার দ্বীপ মৌজায় আরএস ২৬টি দাগ থেকে ২৯৬৬নং দলিলে ২০ শতক জমি কিনেন মাত্র ৩০ হাজার টাকায়। এরপর সেখানেই তিনি রিসোর্ট বানিয়েছেন। ২০০৯ সালে রামু ভূমি অফিস থেকে এই জমি তার নামে নামজারিও করা হয়। এই তথ্য তালাশ করতে গিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। সিনিয়র সচিবের ছেলে সামদ বিন কবিরের নামেও সেখানে জমি কেনা হয়েছে।

২০১৫ সালের ২১ মে ১০৩০নং দলিলে রামু সাবরেজিস্ট্রি অফিসে দলিলটি সম্পন্ন হয়। একই মৌজায় ৬৪৪ ও ৬৪৫ দাগে ২৩ লাখ ২৭ হাজার টাকায় প্রায় সাড়ে ১৩ শতক (৫ হাজার ৭৭১ দশমিক ৭০ বর্গফুট) জমি কেনা হয়। জন্মনিবন্ধন সনদ অনুযায়ী সামদ বিন কবিরের বয়স এখন ১৯ বছর। ২০০২ সালের ৯ ডিসেম্বর জন্ম নেওয়া সামদ বিন কবির মাত্র ১২ বছর বয়সে রেজিস্ট্রিমূলে এই জমির মালিক হন। দলিলের চৌহদ্দিতে বলা হয়েছে, পশ্চিমে কবির বিন আনোয়ার। অর্থাৎ পিতা-পুত্র পাশাপাশি জমির মালিক। ২০১৬ সালের ২৬ এপ্রিল এই জমিটি নামজারি সম্পন্ন হয়। মূলত ছাত্র অবস্থায় সচিবের ছেলে দামি এই সম্পদের মালিক হয়েছেন।’

উল্লিখিত অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার নিজের রিসোর্ট রক্ষায় জরুরি বরাদ্দের বিষয়টি প্রথমে সরাসরি অস্বীকার করেন। পরে অনুসন্ধান সেলের পক্ষ থেকে বরাদ্দের বিষয়টি তাকে নিশ্চিত করা হয়। একপর্যায়ে সচিবালয়ে তার অফিস কক্ষে প্রতিবেদককে রেখেই পাউবোর কক্সবাজারের তৎকালীন নির্বাহী প্রকৌশলীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওপাশ থেকে মন্ত্রণালয়ের এই শীর্ষ কর্মকর্তাকে জরুরি বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়।

এরপর টেলিফোনের রিসিভার রেখে বলেন, ‘৪০ লাখ নয় ২৮ লাখ টাকা ব্যয় হয়েছে। জরুরি বরাদ্দের বিষয়টি মনে হয় আমি বলেছিলাম। তবে এটা অভিযোগ দেওয়ার কী আছে। প্যাঁচার দ্বীপের আমার রিসোর্টের আশপাশে যারা জমি কিনেছেন, তারা সবাই আমার বন্ধু, না হয় আত্মীয়স্বজন।’ অন্যের জমি নিশ্চিত না হয়ে রাস্তা বানানোর আরেকটি অভিযোগ সম্পর্কে এই সিনিয়র সচিব বলেন, ‘রাস্তার জন্য আমরা জমি কিনে নিয়েছি। অন্যের জমি দখল করার প্রশ্নই আসে না। যারা ওইখানে জমি কিনেছেন, তারা সবাই রাস্তার জন্য টাকা দিয়েছেন। আমরা টাকা দিয়ে জমি কিনে নিয়েছি।’ ১২ বছরের ছেলের নামে জমি কেনাবাবদ ২৩ লাখ ২৭ হাজার টাকা নিজেই পরিশোধ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ সম্পদের পুরোটাই আয়কর নথিতে উল্লেখ করা হয়েছে। দুর্নীতি করিনি।’

Share61Tweet38Share15
Previous Post

গুদাম দেখতে বিদেশ যেতে চান ৩০ কর্মকর্তা

Next Post

২২ ফেব্রুয়ারি খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

Related Posts

১০ গুণ দামে ইভিএম কেনার অভিযোগ, দুদকের মুখোমুখি ইসির তিন কর্মকর্তা
জাতীয়

১০ গুণ দামে ইভিএম কেনার অভিযোগ, দুদকের মুখোমুখি ইসির তিন কর্মকর্তা

July 3, 2025
গুমে সেনা সদস্যের সংশ্লিষ্টতা থাকলে কঠোর ব্যবস্থা : সেনাসদর
জাতীয়

গুমে সেনা সদস্যের সংশ্লিষ্টতা থাকলে কঠোর ব্যবস্থা : সেনাসদর

July 3, 2025
বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন
জাতীয়

বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন

July 3, 2025
১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে
জাতীয়

১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে

July 1, 2025
জুলাই কেবল আবেগ নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক : প্রধান উপদেষ্টা
জাতীয়

জুলাই কেবল আবেগ নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক : প্রধান উপদেষ্টা

July 1, 2025
আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাতীয়

আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

June 30, 2025
Next Post
এসএসসি-এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার পক্ষে শিক্ষা বোর্ডগুলো

২২ ফেব্রুয়ারি খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

Recent News

১০ গুণ দামে ইভিএম কেনার অভিযোগ, দুদকের মুখোমুখি ইসির তিন কর্মকর্তা

১০ গুণ দামে ইভিএম কেনার অভিযোগ, দুদকের মুখোমুখি ইসির তিন কর্মকর্তা

July 3, 2025

Categories

  • Uncategorized
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • দেশজুড়ে
  • বর্তমান বিশ্ব
  • বিনোদন
  • রাজনীতি
  • শিক্ষা
  • সময়ের দাবী
  • সম্পাদকীয়

Site Navigation

  • Home
  • Advertisement
  • Privacy & Policy
সময়ের দাবী

© 2021 - All Rights Reserved by Somoyerdabibd.com

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • বর্তমান বিশ্ব
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • বিনোদন
  • শিক্ষা
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী

© 2021 - All Rights Reserved by Somoyerdabibd.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
  • রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, আইনজীবীকে লাখ টাকা জরিমানা
  • রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, আইনজীবীকে লাখ টাকা জরিমানা