ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ফ্লাইট ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’-এ স্থান পেলো বাংলাদেশের সিনেমা। ফলে মার্চ থেকে বিশেষ এই বিমানে দেখা যাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন ‘গণ্ডি’ ছবির পরিচালক ফাখরুল আরেফীন খান। জানা গেছে, প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমা স্থান পেলো বিশেষ এই বিমানে।
রোমান্টিক-ড্রামা ঘরানার ‘গণ্ডি’ চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যায় মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়— তা-ই উঠে এসেছে চলচ্চিত্রটিতে। ‘গণ্ডি’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের ফেলুদাখ্যাত সব্যসাচী চক্রবর্তী, সুবর্ণা মুস্তাফা, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান প্রমুখ। ছবিটি ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পায়।