মুজিবনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে নাসির শেখ (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আনন্দবাস ক্যাম্পের সদস্যরা। সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার এনপি ১০৩ এর নিকটতম কাগমারী মাঠ থেকে তাকে আটক করা হয়।
নাসির শেখ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রহ্মনগর গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে। বিজিবি-৬ আনন্দবাস ক্যাম্পের কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিজিবির সদস্যরা সীমান্তে নিয়মিত টহল দিতে গেলে কাগমারী মাঠে তাকে পাওয়া যায়। পরে তাকে আটক করে নিয়মিত মামলা দিয়ে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মেহেদী বলেন, নাসির শেখের বিরুদ্ধে ১৯৫২ সালের ডি কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট আইনের ৪ ধারায় একটি নিয়মিত মামলা হয়েছে। তিনি আরও বলেন, ৮ ফেব্রুয়ারি সকালে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হবে।