নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মদনগঞ্জ-নরসিংদী রেল সড়কের মাঝের চর এলাকায় রেলওয়ের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গত কয়েক দিন ধরে ট্রাকের মাধ্যমে বালু ফেলে এ জমি দখল করে নেওয়া হচ্ছে। রেলওয়ের জমিতে বালু ফেলার সময় তার লোকজন লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। কেউ বাধা দিতে আসলেই হামলা ও মামলার হুমকি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে এসব জমি দখল হয়ে যাচ্ছে। লিজ দেওয়া না হলেও তাদের সঙ্গে আর্থিক লেনদেনের কারণে বেহাত জমি উদ্ধারের তৎপরতা নেই।
সরজমিনে ঐ এলাকায় গিয়ে দেখা যায়, জামপুর ইউনিয়নের মাঝের চর এলাকার আওয়ামী লীগ নেতা পরিচয়দানকারী রাসেল আহমেদ খোকন মাঝের চর বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে রেলওয়ে থেকে কোনো প্রকার লিজ না নিয়েই মার্কেট নির্মাণ করছেন। মার্কেটের দোকান বিক্রি হবে বিজ্ঞাপন দিয়ে ঐ স্থানে তিনি বিশাল আকৃতির বিলবোর্ড সাঁটিয়েছেন।