চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রের সামনে আগামী ২৭ মার্চ বিএনপি জনসভা করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১৮ মার্চ) চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
এসময় আমীর খসরু বলেন, ২৭ তারিখ যার যার সংগঠন থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। কালুরঘাট বেতারকেন্দ্রে যারা শ্রদ্ধা জানাতে যাবেন, তারা মাস্ক পরে যাবেন। করোনা বৃদ্ধির মধ্যে জনসভা করার সুযোগ নেই। জনসভা করতে গিয়ে অনেক বেশি লোককে আক্রান্ত করতে চাই না।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ২৭ তারিখ শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। জনগণ যাতে দোষারোপ করার সুযোগ না পায়।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এ নিয়ে কারও কোনো সন্দেহ নেই। ইতিহাস বিকৃতি করার কোনো সুযোগ নেই। রাজনীতিবিদরা ইতিহাস লেখেন না। ইতিহাস লেখেন ইতিহাসবিদরা। যারা ইতিহাস বিকৃতির চেষ্টা করছে, তারা সফল হবে না।
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।