চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে প্রথমবারের মতো নিজস্ব গার্মেন্টস পল্লী তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। খুব দ্রুত এর কারখানা নির্মাণ কাজ শুরু হবে।প্রায় ৫০০ একর জমির ওপর গড়ে তোলা হবে এ গার্মেন্টস পল্লী।
শনিবার সংগঠনটির সভাপতি ফারুক হাসানসহ শীর্ষ নেতারা এটি পরিদর্শনে আসেন। প্লট পরিদর্শন শেষে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সাংবাদিকদের বলেন, সরকারের বেজা (বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি) থেকে আমরা ৫০০ একর জমি নিয়েছি। এগুলো আমাদের মেম্বারদের কাছে ইতোমধ্যে বরাদ্দও দেওয়া হয়েছে। তবে আমরা এগুলো এখনও বুঝিয়ে দিতে পারিনি।
প্লট বরাদ্দ হলেও কেন বুঝিয়ে দিতে পারলেন না, এমন প্রশ্নের জবাবে ফারুক হাসান বলেন, আমরা দেখলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্লটের উচ্চতা সঠিক পরিমাপে করা হয়নি। আবার সমুদ্রের পাশে প্লট প্রোটেকশন ওয়াল স্থাপন করা হয়নি। এছাড়া প্লট উন্নয়নের জন্য ভেতরে যে সড়ক দরকার এটিও এখনও করা হয়নি। এসব বিষয় নিয়ে আমরা ঢাকায় বেজা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করব।
কবে নাগাদ বিজিএমইএ গার্মেন্টস পল্লীতে কারখানা নির্মাণ কাজ শুরু করা হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা তো চাই আগামীকালই করতে, কিন্তু তা তো আর হচ্ছে না। তবে আশা করছি খুব দ্রুত আমরা উদ্যোক্তাদের প্লট হস্তান্তর করতে পারব এবং তারাও খুব দ্রুত সময়ের মধ্যে কারখানা নির্মাণ কাজ শুরু করবেন। পরিদর্শনকালে নানা সমস্যা নিয়ে বেজা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন বিজিএমইএ সভাপতি। এসময় বেজাকে তারা প্লটের নানা সমস্যার দিক তুলে ধরে তা দ্রুত সমাধানের অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, পরিচালক ও দৈনিক সমকালের প্রকাশক আবুল কালাম আজাদ, সাবেক পরিচালক মোহাম্মদ আতিক রাকিবুল আলম চৌধুরী, রফিকুল ইসলাম, শহীদুল আজিম, এস এম আবু তৈয়ব, এনামুল আজিজ, পরিচালক আবু হাসনাত চৌধুরী প্রমুখ।