নেপালে পৌঁছে গেছে বাংলাদেশ। ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে কাঠমান্ডুতে পৌঁছায় জেমি ডের শিষ্যরা। ঢাকায় থেকে করোনাভাইরাসের পরীক্ষার পর সেখানে গিয়েও একই পরীক্ষার মধ্য দিয়ে তাদের যেতে হয়েছে।
হোটেলে ফেরার পরই নমুনা নেওয়া হয়েছে বাংলাদেশ দলের। সেই রিপোর্টের ওপর নির্ভর করবে কাল শুক্রবার তারা অনুশীলন করতে পারবে কিনা। অবশ্য তার আগে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দলকে ফুল দিয়ে বরণ করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)।
আগামীকাল (শুক্রবার) স্থানীয় সময় বিকাল চারটায় আর্মি মাঠে বাংলাদেশের অনুশীলন করার কথা রয়েছে। কিন্তু এর আগে ফুটবলার, কোচিং স্টাফদের করোনা নেগেটিভ হতে হবে। জাতীয় দলের কোচ জেমি ডে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের হোটেলে এসে সবার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। কাল শুক্রবার বিকালে অনুশীলন করার কথা আছে।’