নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি ঘোষণার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগ ভোট চুরির প্রজেক্ট শক্তিশালী করতে এই সার্চ কমিটি গঠন করেছে। এই সার্চ কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা নেই। এমন সার্চ কমিটি জনগণ ও গণতন্ত্রের কল্যাণে আসবে না। বিএনপির নির্বাচন কমিশন নিয়ে আগ্রহ নেই। সার্চ কমিটি নিয়ে আগ্রহ নেই। আমরা মনে করি, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। সার্চ কমিটি হোক আর যাই হোক, যে নির্বাচন কমিশনের অধীনেই হোক, এই সরকার থাকলে আমরা কোনো নির্বাচনে যাব না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু শনিবার (৫ ফেব্রুয়ারি) এই প্রসঙ্গে সাংবাদিকদের কাছে মতামত তুলে ধরেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি ঘোষণা আওয়ামী লীগ সরকারের ভোট চুরির প্রকল্পের অংশ। অতীতেও তারা এভাবে নিজেদের পছন্দের লোক দিয়ে সার্চ কমিটি করে ভোট চুরি করেছে। এটা তারই ধারাবাহিকতা। নতুন নির্দলীয় নিরপেক্ষ সরকার আসবে, সেই সরকারের অধীনে সার্চ কমিটি গঠিত হলে বিএনপি নির্বাচনে যাবে। এই আওয়ামী লীগ সরকার বা এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। তিনি বলেন, এই সার্চ কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা নেই। এমন সার্চ কমিটি জনগণ ও গণতন্ত্রের কল্যাণে আসবে না।