বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের জিনিস চুরি হওয়া নতুন কোনো ঘটনা নয়। বাংলাদেশি ক্রীড়াবিদরা এতে অভ্যস্ত। বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সিনিয়র বিভাগ টেবিল টেনিস লিগ খেলতে এসে লন্ডন প্রবাসী মুরহাদ নতুন তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন।
ব্যাগে থাকা তার দশ হাজার টাকা, ক্রেডিট কার্ড ও মোবাইল হারিয়ে গিয়েছে ভেন্যু থেকেই। লন্ডন প্রবাসী এই তরুণ বাংলাদেশে খেলতে এসে বাজে এক অভিজ্ঞতার শিকার হলেন। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর তাৎক্ষণিকভাবে মুরহাদের মোবাইল ও নগদ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেন।
সামগ্রিক বিষয়ে ফেডারেশনের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। একজন ক্রীড়াবিদের গুরুত্বপূর্ণ জিনিস ক্রীড়া ভেন্যু থেকে হারিয়ে যাবে। আমরা সিসিটিভি ফুটেজে প্রাথমিকভাবে একজনকে শনাক্ত করেছি। সেই ফুটেজ পুলিশকে সরবারহ করব। আশা করি দ্রুত চোরকে ধরা যাবে।’
মুরহাদ হাসান মুনীরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সহ-সভাপতিকে ধন্যবাদ তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। মোবাইল ও টাকার চেয়ে বেশি টেনশন হচ্ছে ক্রেডিট কার্ড নিয়ে।’
কয়েক দিন আগেই বাংলাদেশে এসে সিনিয়র বিভাগ টেবিল টেনিস লিগে পাললিকের হয়ে খেলছেন লন্ডন প্রবাসী মুরহাদ হোসেন। এদিকে প্রায় সাড়ে চারশ খেলোয়াড়ের অংশগ্রহনে শুরু হয়েছে সিনিয়র ও প্রথম বিভাগ টিটির খেলা। বৃহস্পতিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন কৃষক লিগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
এই সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম এবং ফেডারেশনের সদস্য ও লিগ কমিটির চেয়ারম্যান এটিএম শামসুল আলম আনু উপস্থিত ছিলেন। প্রথম দিন প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক মুরহাদ আগামীতে লাল সবুজের হয়ে বিদেশে খেলবেন বলেও জানান মুনীর।