শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ছিল দুটি ম্যাচ। বৃষ্টির কারণে এই দুই ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। দুটিই হয়েছে পরিত্যক্ত। এদিন দুপুর দেড়টায় প্রথম ম্যাচের সূচি ছিল ফরচুন বরিশাল আর সিলেট সানরাইজার্সের মধ্যে। খেলা না হলে ১-১ পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকে। যেখানে ১ পয়েন্ট পেয়ে মোট ৯ পয়েন্ট নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে টপকে শীর্ষে ওঠে বরিশাল।
দিনের দ্বিতীয় ম্যাচটি ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর মিনিস্টার ঢাকার মধ্যে। এই ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে বৃষ্টি বন্ধ না হওয়ার এই ম্যাচটিও পরিত্যক্ত হয়। ১-১ পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। এতে ১ পয়েন্ট নিয়ে সব মিলিয়ে বরিশালের সমান ৯ পয়েন্ট কুমিল্লার। তবে রান রেটের ব্যবধানে এগিয়ে থাকায় ম্যাচ না খেলেই আবার শীর্ষে উঠে যায় কুমিল্লা।
অন্যদিকে এই ১ পয়েন্ট পেয়ে খুলনা টাইগার্সকে টপকে টেবিলের তিনে উঠে গেছে ঢাকা। ৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭।
মূলত পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এজন্য শুক্রবার সকালে রোদের দেখা গেলেও দুপুর সাড়ে ১২টার দিকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। তার কিছুক্ষণের মধ্যেই নামে বৃষ্টি। সেই বৃষ্টি বন্ধ না হওয়ায় ভেসে যায় এ ম্যাচটি।
এ ম্যাচের জন্য হোটেল থেকে স্টেডিয়ামে উপস্থিত হন দুই দলের ক্রিকেটার। সন্ধ্যা ৬টায় একবার বৃষ্টি থাকলে অনুশীলনের জন্য নেমেছিল দুই দলই। তবে মিনিট দশের পর আবার শুরু হয় বৃষ্টি। সে বৃষ্টি বন্ধ না হলে রাত ৮টা ৪০ মিনিটে পরিত্যক্ত করা হয় ম্যাচটি।