কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর (পূর্ব) ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হেরে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা চালিয়েছে নৌকার প্রার্থী ও তার কর্মী সমর্থকরা। ওই ইউপির নৌকার প্রার্থী ভিপি জহির নির্বাচনে পরাজিত হয়ে স্বতন্ত্র প্রার্থী সাইফুল করিম খান ইমনের ওপর ওই হামলা চালায়। এ সময় ইমনের একটি গাড়ি ভাঙচুর করা হয়। গত সোমবার উপজেলার গুঞ্জর গ্রামে এ ঘটনা ঘটলেও বুধবার রাতে এ বিষয়ে মামলা দায়ের করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মুরাদনগর উপজেলার ১৪নং নবীপুর পুর্ব ইউপিতে নৌকার মনোনয়ন পান সাবেক ছাত্রলীগ নেতা ভিপি জহিরুল ইসলাম। আর একই গ্রাম থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেন সাবেক আরেক ছাত্রনেতা সাইফুল করিম খান ইমন। উভয় ছাত্রনেতাকে হারিয়ে জয়লাভ করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং সাবেক ছাত্রনেতা ভিপি কাজী আবুল খায়ের।
কিন্তু নির্বাচনে পরাজিত হয়ে অর্থাৎ তৃতীয়স্থান লাভ করে ক্ষুব্ধ হয়ে অর্ধশতাধিক কর্মী সমর্থক নিয়ে বিদ্রোহী প্রার্থী সাইফুল করিম খান ইমনের ওপর হামলা করেন নৌকার প্রার্থী ভিপি জহির। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় আহত স্বতন্ত্র প্রার্থী ইমন বাদী হয়ে নৌকার প্রার্থী ভিপি জহিরকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মুরাদনগর থানার ওসি আবুল হাশিম বলেন, স্বতন্ত্র প্রার্থী ইমন খানের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আমরা ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করবো।