অবশেষে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল ইংরেজি দৈনিক পত্রিকা দ্য ইনডিপেনডেন্ট। মুদ্রণ সংস্করণ বন্ধের একবছর পর রোববার (৩০ জানুয়ারি) পত্রিকাটির অনলাইন সংস্করণও বন্ধ করে দেওয়া হয়েছে। পত্রিকাটির নির্বাহী সম্পাদক শামীম এ জাহেদী বলেন, আপাতত পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীদের বলে দেওয়া হয়েছে। সবাই তাদের প্রাপ্য পাওনা পেয়ে যাবেন। উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালের ২৬ মার্চ। করোনা মহামারির কারণে ২০২০ সালের ৬ এপ্রিল পত্রিকাটির মুদ্রণ সংস্করণ বন্ধ করা হয়েছিল।