ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের ক্রমবর্ধমান প্রবণতা সন্তোষজনকভাবে বেড়েছে। এজন্য দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে প্রস্তাবিত দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিটি এই বছরের মধ্যে সম্পন্ন করতে চায় ঢাকা।
বুধবার টেলিফোনে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদির সঙ্গে আলাকালে আব্দুল মোমেন এ কথা বলেন। এ সময় তিনি মারসুদির সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। ড. মোমেন বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে ইন্দোনেশিয়াকে আরও বেশি আমদানির অনুরোধ জানান। এ সময় মোমেন আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য ইন্দোনেশিয়ার সমর্থন চান।
দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন মোমেন ও মারসুদি। তারা সম্পর্ককে আরও জোরদারের অঙ্গীকার করেন। দুই মন্ত্রী চলতি বছর ঢাকা ও জাকার্তার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করতে সম্মত হন। রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তার জন্য ইন্দোনেশিয়াকে ধন্যবাদ জানান ড. মোমেন। পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন শুরু করতে ইন্দোনেশিয়ার মাধ্যমে আসিয়ান জোটের সমর্থনও চান তিনি।