করোনার মহামারির কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি চাঙ্গা করতে বাংলাদেশের জন্য ২০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা। এই অর্থ দিয়ে বাংলাদেশের শহরাঞ্চলের নিম্ন-আয়ের তরুণ জনগোষ্ঠী এবং বিদেশ ফেরত প্রবাসী কর্মীদের সহায়তা করা হবে।
জানা গেছে, ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (আরএআইএসই)’ প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হবে। আশা করা হচ্ছে, প্রকল্পটির মাধ্যমে ১ লাখ ৭৫ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার কর্মসংস্থান ও উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তা করা সম্ভব হবে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ তহবিল মহামারির কারণে ক্ষতিগ্রস্ত গোষ্ঠীর আয়ের সুযোগ বাড়াতে ও ধকল সামলে উঠতে ব্যয় করতে পারবে সরকার।