করোনার থাবা এবার ছোটদের বিশ্বকাপে। ভারতের অধিনায়ক যশ ধুলসহ ছয় ক্রিকেটার করোনায় আক্রান্ত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে বুধবার এ তথ্য জানিয়েছে বিসিসিআই। খবর টাইমস অব ইন্ডিয়ার। ভারতের সেই ছয় ক্রিকেটার আপাতত আইসোলেশনে আছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ওই ছয় ক্রিকেটারকে বাদ দিয়েই মাঠে নামে ভারত।
প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩০৭ রান তুলেছে তারা। যে ছয় ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন তারা হলেন- যশ ধুল, সিদ্ধার্থ যাদব, মানব পারেখ, বাসু বতস, আরাধ্য যাদব এবং এসকে রশিদ। এদের মধ্যে মানব এবং বাসুর অ্যান্টিজেন পরীক্ষার ফল নেগেটিভ এলেও তাদের উপসর্গ রয়েছে। বাকি চার ক্রিকেটারের অ্যান্টিজেন পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, এই ছয় ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে। বোর্ডের চিকিৎসক দল তাদের দেখছে। দলের বাকি সবার স্বাস্থ্যের দিকেও নজর রাখা হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই।