কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচন অফিসে যাওয়ার পর থেকে এক মাস ধরে নিখোঁজ সিপিবি নেতা আবুল হাসিম। রাজনৈতিক কারণে তিনি নিখোঁজ হতে পারেন বলে ধারণা তার রাজনৈতিক সহকর্মীদের। আবুল হাসিমের সন্ধান দেয়ার কথা বলে এরইমধ্যে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে টাকাও। আবুল হাসিম হলেন উপজেলা সিপিবি ও কৃষক সমিতির নেতা। কটিয়াদীর চান্দপুর ইউনিয়নের সত্তর বছর বয়সী এই প্রবীণ চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন এক মেম্বার প্রার্থীর লোকজনের সাথে যান নির্বাচন কার্যালয়ে। তারপর থেকে এখনও বাড়িতে ফেরেননি তিনি।
ঘটনার দিন থেকে বন্ধ হাসিমের মোবাইল ফোনও। ঘটনা জানাজানির পর একটি প্রতারক চক্র তার সন্ধান দেয়ার কথা বলে টাকাও হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে জড়িত আবুল হাসিম। রাজনৈতিক কারণেই তিনি লাপাত্তা, দাবি স্থানীয় নেতৃবৃন্দের। নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আবুল হাসিমকে খুঁজতে গোয়েন্দা নজরদারি অব্যহত আছে বলে জানালেন কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ২৬ ডিসেম্বর ইউনিয়নটিতে নির্বাচন হলেও আবুল হাসিম যে কেন্দ্রের ভোটার, সেখানে সহিংসতার ঘটনায় স্থগিত রাখা হয় নির্বাচনী ফলাফল।