জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ২০২১ সালের পুরোটা সময় বিশ্ববাসীকে ভুগিয়েছে। এ বছর এর প্রভাবে ১৭০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে। নানা প্রান্তের কোটি কোটি মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভোগ। ব্রিটিশ চ্যরিটি সংস্থা ক্রিশ্চিয়ান এইডের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ প্রতিবেদন সোমবার প্রকাশ করা হয়েছে।
গবেষণার অন্যতম প্রধান লেখক ডাক্তার ফ্রেডেরিক অটো বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে সম্প্রতি যে তাপদাহ দেখা গেছে তার বেশিরভাগই মনুষ্যসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব। এমনকি ঝড় ও হ্যারিকেনের সঙ্গেও জলবায়ু পরিবর্তনের প্রভাব খুঁজে পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, যদি সরকারগুলো কার্বন নিঃসরণ হ্রাস করতে পদক্ষেপ গ্রহণ না করে এবং বৈশ্বিক উষ্ণতার লাগাম টেনে না ধরে তবে জলবায়ু পরিবর্তনের আর্থিক ও মানবিক খরচ বাড়তে থাকবে। বাংলাদেশে ক্রিশ্চিয়ান এইডের জলবায়ুবিষয়ক এক উপদেষ্টা বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি পোষাতে নতুন একটি বৈশ্বিক তহবিল গঠনের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর আহ্বান অবশ্যই ২০২২ সালে একটি বৈশ্বিক অগ্রাধিকার হতে হবে।