দিনাজপুরের হিলিতে কয়েক দিন ধরে তীব্র শীত অব্যাহত রয়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সকালে কাজে যেতে পারছেন না খেটে খাওয়া মানুষ। ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে। মঙ্গলবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকালের পর থেকে আবারও কমছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ছিল ৪-৫ কিলোমিটার; তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৮-১৩ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।