বিএনপি আন্দোলনে দলীয় সুবিধাবাদীদের কারণে অগ্রসর হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি মনে করেন, সরকার পতনে রাজনৈতিক কৌশল পরিবর্তন প্রয়োজন।
জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং “অগ্নিঝরা মতিহার ও রিজভী আহমেদ” শীর্ষক এই আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নোমান বলেন, আজকে যদি ভালো মত উপলব্ধি করি বয়সের ভারে হোক, বা সাহসীকতার কারণে হোক তারা আজকে পিছনে চলে গেছে। এইটা বাস্তবতা। আমরা যারা কিছু কিছু সামনে আছি আমাদের মাঝেও অনেক ধরনের সুবিধাবাদ সুবিধাভোগের কারনে সামন যেতে অগ্রসর হতে ভয় পাই।
তিনি বলেন, সুবিধাভোগী মানুষের মত যদি বলি আপনারা কর্মসূচি দেন আমরা এগিয়ে আসি, এইটা হবে না। বাস্তবতার নিরিখে আপনি যদি সরকার পতনের আন্দোলনের কর্মসূচি দেন, সেটা থেকে মুক্তিযুদ্ধে উইয়ের মত যেমন সবাই এসেছিলো সেইভাবে এগিয়ে আসবে। কিন্তু প্রোগ্রাম দিতে হবে।
নোমান বলেন, আজকে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতে এই সরকারে ফ্যাসিবাদী সরকার। এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়বাদী দলের এবং জাতীয়বাদী ঐক্যের যে রাজনীতি সেটার কৌশল পরিবর্তন প্রয়োজন। সেই কৌশলের পরিবর্তন যদি না হয়, তাহলে আন্দোলনে আমরা সফল হতে পারবো না।
রুনেসার সভাপতি বাহাউদ্দিন বাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।