আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ১৭ সদস্যের দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছে আরো ৫ ক্রিকেটারকে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইয়াশ ধুলকে অধিনায়ক করে আসন্ন বিশ্বকাপের জন্য স্কোয়াড দিয়েছে বিসিসিআই।
আগামী মাসেই পর্দা উঠবে এবারের যুব বিশ্বকাপ আসরের। ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপার লড়াই। ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের টুর্নামেন্ট। সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে ত্রিদলীয় সিরিজ হারা অনূর্ধ্ব-১৯ ‘এ’ ও ‘বি’ দলের সদস্যদের মিলিয়েই ভারতের ১৭ সদস্যের বিশ্বকাপের দল ঘোষণা করেছে তাদের জুনিয়র সিলেকশন কমিটি।
২০১৮ বিশ্বকাপে শিরোপা জিতলেও ২০২০ বিশ্বকাপে বাংলাদেশের কাছে পেরে উঠেনি ভারত অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে আকবর আলির দলের কাছে হেরে যায় সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের জন্য ১৭ সদস্যের ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল-
ইয়াশ ধুল (অধিনায়ক), হারানুর সিং, এ রাঘুভানশি, এসকে রাশেদ (সহ অধিনায়ক), নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ যাদব, আনেশ্বর গৌতম, দীনেশ বানা (উইকেটরক্ষক), আরাধ্য যাদব (উইকেটরক্ষক), রাজ আঙ্গার বাওয়া, মানব পারাখ, কুশল তাম্বে, আরএস হাঙ্গারেগেকার, বসু ভাটস, ভিকি ওস্তোয়াল, রবিকুমার ও গার্ভ সাংওয়ান।
স্ট্যান্ডবাই : রিশিত রেড্ডি, উদয় সাহারান, আনশ গোসাই, আমরিত রাজ উপাধ্যায় ও পিএম সিং রাথোড়।