হকির শীর্ষ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফি। স্বাগতিক বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি মিশন শেষ হয়েছে আজ (রোববার)। গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬-২ হেরেছে বাংলাদেশ। এই ম্যাচ হারায় বাংলাদেশ পাঁচ দলের টুর্নামেন্টে পঞ্চম হয়ে বিদায় নিল।
বাংলাদেশকে টুর্নামেন্টের শেষ চারে খেলতে হলেপাকিস্তানকে হারাতে হতো। আর পাকিস্তানের প্রয়োজন ছিল ড্র। পাকিস্তান স্বাগতিক বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে। এই জয়ে পাকিস্তান ও জাপানের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় পাকিস্তান পাঁচ দলের মধ্যে তৃতীয় হয়ে শেষ চারে উঠেছে। এতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে এড়িয়েছে।
বাংলাদেশই ম্যাচের শুরুতে লিড নিয়েছিল । ১৩ মিনিটে আরশাদ হোসেন ফিল্ড গোল করেন। বাংলাদেশের উল্লাস শেষ হতে না হতেই সমতা আনে পাকিস্তান। নাদিম আহমেদ ফিল্ড গোল করেন। প্রথম কোয়ার্টার ১-১ সমতায় শেষ হয়। দ্বিতীয় কোয়ার্টারে পাকিস্তান তিন গোল করে। ১৮ মিনিটে আহমেদ এজাজ, ২৪ মিনিটে আরফাজ ও ২৬ মিনিটে নাদিম গোল করেন।
রাজ্জাকের গোলে তৃতীয় কোয়ার্টারে আবার গোল যাত্রা শুরু। পাকিস্তান পাঁচ গোলে এগিয়ে যাওয়ার পর আবার আরশাদের গোলে ম্যাচে ফেরার চেষ্টা বাংলাদেশের। ৩৫ মিনিটে ফিল্ড গোল করেন আরশাদ। দুই মিনিট পর এজাজের গোলে স্কোরলাইন ৬-২ হয়। ম্যাচের আট গোলের সাতটিই ফিল্ড গোল। পাকিস্তানের পঞ্চম গোলটি শুধু পেনাল্টি কর্নার থেকে।
সেমিফাইনালের লাইন আপ
২১ ডিসেম্বর ভারত-জাপান, পাকিস্তান-কোরিয়া
২২ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল
পয়েন্ট টেবিল
দল পয়েন্ট : ভারত ১০, কোরিয়া ৬, পাকিস্তান ৫, জাপান ৫, বাংলাদেশ ০