রংপুরে স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতনের মামলায় ইমরান মিঞা (৩৩) নামে শিশু বিষয়ক এক কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (১২ ডিসেম্বর) দুপুরে তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ জামিন আবেদন করলে ট্রাইব্যুনালের বিচারক মো. যাবিদ হোসেন তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে বিয়ে পারিবারিকভাবে মেনে নেওয়ার কথা জানিয়ে স্ত্রী মুক্তার কাছ থেকে ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। এতে মুক্তা রাজি না হলে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন ইমরান। এ ঘটনায় গত ৯ অক্টোবর ইমরানকে আসামি করে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন মুক্তা। রোববার ওই মামলায় জামিন নিতে আদালতে উপস্থিত হলে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার মো. রফিক হাসনাইন বিষয়টি নিশ্চিত করেছেন।