সাম্প্রতিক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো ও নিজেদের গুছিয়ে নেওয়ার পরীক্ষানিরীক্ষার জন্য বাংলাদেশ দলকে তিন মাস সময় দিয়েছেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার বিকেএসপিতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয়ে কথা বলেন বিসিবি সভাপতি।
ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে হতাশার মধ্যেই রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের সুপার টুয়েলভে সব ম্যাচ হারের পর হোম সিরিজে পাকিস্তানের বিপক্ষেও হেরেছে সব ম্যাচ।
দলের বর্তমান এ অবস্থা চিন্তার কারণ হলেও, এটিকে রূপান্তর ধাপ হিসেবে দেখছেন পাপন। তার মতে, এখন নতুন কিছুর চেষ্টায় ভুল হওয়াই স্বাভাবিক। তা করার জন্য টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তিন মাস সময় চাওয়া হয়েছে। সেই মোতাবেক আগামী তিন মাস দলকে বিরক্ত না করার কথাই জানিয়েছেন পাপন।
তার ভাষ্য, ‘করোনার আগ মুহূর্তে বলেছিলাম, আগামী এক বছর খুব খারাপ যাবে। কেন? কারণ আগে আমরা দেশে খেলতাম, এখন বাইরে যাবো। আগে যাদের সঙ্গে খুব কম খেলা হতো এখন ওদের সাথে খেলা। সব কঠিন প্রতিপক্ষ। অভিজ্ঞ হওয়ার জন্য তো একটা সময় দেবেন। টিম সেটআপের জন্য তো একটা সময় দেবেন।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘নিউজিল্যান্ডে কাকে নামাবে আমি জানি না। আরও অনেক পরিবর্তন আনতে পারে। ওরা তিন মাস সময় চেয়েছে, এই সময়ে ওদের বিরক্ত করতে চাই না। ওরা যদি পরীক্ষানিরীক্ষা করতে চায়… এতদিন তো সময় দেইনি। একটু সময় পাবে না?’
‘গত দেড় বছরে তো এমন হয়নি। তামিম (ইকবাল), সাকিব (আল হাসান), (মাহমুদউল্লাহ) রিয়াদ নেই। মূল তিন খেলোয়াড় নেই। এটার প্রভাব থাকবে না? এখানে তো নতুন তিনজনকে দিতে হবে। তা দিতে গিয়ে অনেক সময় পরিবর্তন করে। কেন করে জানি না, তবে আমার মনে হয় ভালো কারণেই করে।’