অস্ট্রেলিয়ার জাতীয় সংসদের এক-তৃতীয়াংশ কর্মী যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে এক তদন্তে উঠে এসেছে। সাবেক কর্মী ব্রিটানি হিগিন্স তার সহকর্মীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলে এই তদন্ত শুরু হয়। তার অভিযোগের পর এ বছরের প্রথম দিকে রাজধানী ক্যানবেরাতে আরও অনেকেই যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তোলেন।
অভিযোগকারীদের বেশিরভাগই নারী। তারা বলেছেন, পার্লামেন্টে তাদের কখনও না কখনও গালমন্দ, যৌন হয়রানি কিংবা কখনও সরাসরি যৌন হামলার শিকার হতে হয়েছে। গত মঙ্গলবার পার্লামেন্টে জমা দেওয়া এ প্রতিবেদনকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এই প্রতিবেদনটি তৈরিতে ১ হাজার ৭২৩ ব্যক্তি ও ৩৩ সংস্থার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এতে জানা গেছে, ৬৩ শতাংশ নারী সংসদ সদস্য নানাভাবে হেনস্তার শিকার হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক নারী এমপি পুরুষ এমপিদের নানা হেনস্তার চিত্র তুলে ধরেন। এ ধরনের যৌন হেনস্তার প্রতিবাদে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ প্রতিবাদ করেছেন। রিপোর্টে যৌন হেনস্তা বন্ধে লিঙ্গ সমতা নিশ্চিতের সুপারিশ করা হয়েছে।