ওমিক্রন নিয়ন্ত্রণ ও প্রতিরোধে করণীয় নির্ধারণে আজ ৩০ নভেম্বর মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এ সভায় সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করবেন। সোমবার (২৯ নভেম্বর) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।
নতুন করে করোনার আফ্রিকান ওমিক্রন ভ্যারিয়েন্ট যেন কোনোভাবেই দেশে প্রবেশ করতে না পারে সেজন্য আকাশপথ, স্থল, সমুদ্রবন্দরসমূহে কঠোর সতর্কতা নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রণয়ন ও তা প্রজ্ঞাপন আকারে জারি করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকান ওমিক্রন ভ্যারিয়েন্টটি খুবই বিপদজনক উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশকে সর্তকতা অবলম্বনের পরামর্শ দেয়। দেশে করোনা পরিস্থিতি যেন সুচারুরূপে নিয়ন্ত্রণে রাখা যায় সেজন্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সুইজারল্যান্ডে রওনা হয়েও দেশে ফিরে আসেন।