প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানুয়ারি থেকে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করতে চায় । নতুন বছর থেকে সফটওয়্যার ভিত্তিক শিক্ষক বদলি কার্যক্রম করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে বলে ডিপিই সূত্রে জানা গেছে।
গত ২১ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় ২০২২ সালের জানুয়ারি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বদলি কার্যক্রম শুরু করার সুপারিশ করা হয়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বদলির ক্ষেত্রে সফটওয়্যারভিত্তিক কার্যক্রম চালাতে বলা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নিয়ে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব বন্ধে এ কার্যক্রম অনলাইনভিত্তিক করার সিদ্ধান্ত নেওয়া হয়। একটি সফটওয়্যার তৈরি করে এর মাধ্যমে শিক্ষক বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। সফটওয়্যার তৈরির কাজের অনেক অগ্রগতি হয়েছে। এরই মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও ডিপিইর মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এটি উপস্থাপন করা হয়েছে।
ডিপিইর মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, শিক্ষকদের বদলি সংক্রান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের সফটওয়্যারও রেডি হয়ে গেছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে জানুয়ারি থেকে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন, দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে । তিনি বলেন, শিক্ষক বদলি একটি রুটিন কাজ। গত দুই বছর ধরে এটি বন্ধ রয়েছে। আগামী বছর থেকে ডিজিটাল পদ্ধতিতে এ কার্যক্রম করা হতে পারে বলে জানান তিনি।