মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে একটি কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মাতারবাড়ী ও সোনাদিয়া পর্যটন কেন্দ্র পরিচালনার জন্য একটি আলাদা কর্তৃপক্ষ করতে হবে। যাতে সব সংস্থা যার যার মতো করে কাজ করতে পারে। এতে কোনো বাধা নেই। তবে সব সংস্থাকে তদারকির জন্য কর্তৃপক্ষ প্রয়োজন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে মঙ্গলবার এ নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
তিনি জানান, মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড বিদ্যুৎ প্রকল্পের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী এমন নির্দেশ দিয়েছেন। ব্রিফিংয়ে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) শরিফা বেগম জানান মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র এলাকায় গভীর সমুদ্রবন্দরসহ ৩৭টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর অন্য নির্দেশনার বিষয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জানান, হাওড় অঞ্চলে এলিভেটেড রাস্তা করতে গিয়ে এলজিইডি এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের মধ্যে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একনেকে ১০ প্রকল্প অনুমোদন : মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের সংশোধনী প্রস্তাবসহ ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৯ হাজার ৩৪৪ কোটি ২৭ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ১১ হাজার ৩ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ১৮ হাজার ৯৩২ কোটি ৪ লাখ টাকা ব্যয় করা হবে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমাদন দেওয়া হয়।
গণভবন থেকে এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের বিফ্রিং করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, হাওড় অঞ্চল দীর্ঘদিন পিছিয়ে ছিল। আওয়ামী লীগ সরকার এ অঞ্চলকে গুরুত্ব দিয়েছে। ফলে উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে। এছাড়া চীনের ঋণে ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।