বাংলাদেশের দর্শকদের মাঠে ফেরার সম্ভাবনা অবশেষে বাস্তবে রুপ নিতে যাচ্ছে। আগামী ১৯ নভেম্বর থেকে শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ আর পাকিস্তানের যে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে, তা দর্শকরা মাঠে গিয়েই দেখতে পারবেন। তবে পূর্ণ গ্যালারি নয়, খেলা দেখতে পারবেন পঞ্চাশ ভাগ দর্শক।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘এবার দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন। স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার ৫০ ভাগ আসন দর্শকদের জন্য বরাদ্দ থাকবে।’
জালাল আরও জানান, ‘যারা এরই মধ্যে ভ্যাকসিনের দুটি কোর্স সম্পন্ন করেছেন, তারা যাতে অগ্রাধিকার পান, চেষ্টা করা হবে। তবে কাজটা কঠিন। কারণ কারা ডাবল ভ্যাকসিন নিয়ে নিয়েছেন, তাদেরকে টিকিট দেওয়ার কাজটি করাও সহজ নয়। তারপরও চেষ্টা চলছে যাতে ভ্যাকসিনের কোর্স সম্পন্নকারীরা অগ্রাধিকার পান।’