মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমি ক্ষমতায় গেলে দেশের সব অসহায় দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা দেবো। এর পেছনে হয়তো সর্বোচ্চ ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা খরচ হবে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না আরও বলেছেন, বর্তমান সরকার তো দরিদ্র মানুষের জন্য এসব করবে না, মুখে শুধুমাত্র নানা ধরনের উন্নয়নের কথা বলেন। কোন ধরনের উন্নয়ন? যে পদ্মাসেতুর বাজেট ১২ হাজার কোটি টাকা থেকে এখন গিয়ে ঠেকেছে ৩০ হাজার কোটি টাকার উপরে।
মান্না বলেন, খালেদা জিয়া হাসপাতালের সিসিইউতে আছেন। তার চিকিৎসা ঠিক মতো হচ্ছে কি না, আমরা জানি না। অবাক লাগে, তাকে বিদেশেও নিতে দেবে না। দেশের একজন তিনবারের প্রধানমন্ত্রীকে চিকিৎসা করতে দেওয়া হবে না, এটা ভাবতেই তো কষ্ট লাগে। অথচ এই বোধশক্তি সরকারের নেই।
সরকারের বিন্দুমাত্র লজ্জা নেই মন্তব্য করে মান্না বলেন, বেগম জিয়ার যদি কিছু হয়, তার জন্য এককভাবে সরকার দায়ী। এই দায় থেকে তারা যেন মুক্তি না পায়, এজন্য সবাইকে এক হতে হবে। আমি বিএনপি করি না। ভবিষ্যতে করব কি না তাও জানি না। কিন্তু মানবিক দিক থেকে সবাইকেই আমাদের এক হতে হবে।