দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইনের দৃষ্টিতে, এই বিশ্বকাপে সবচেয়ে হতশ্রী পারফরম্যান্স ছিল বাংলাদেশ দলের। বাংলাদেশ ও স্কটল্যান্ড প্রথম রাউন্ডে একই গ্রুপে ছিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্কটল্যান্ড আর দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে গিয়েছে বাংলাদেশ। পরে সুপার টুয়েলভে দুটো দলই সব ম্যাচ হেরেছে।
নিজের টুইটার প্রোফাইলে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন। ভক্তদের কাছে প্রশ্ন চেয়ে তিনি লিখেছেন, ‘আমি এখন ফ্রি আছি। আপনারা কেউ কোনো প্রশ্ন করতে চান?’ এই টুইটের পরে স্টেইনকে এক ভক্ত প্রশ্ন করেছেন, ‘কোন দল আপনাকে বেশি হতাশ করেছে?’
প্রথম পর্বে গ্রুপ-বি থেকে রানার্সআপ হয়ে বাংলাদেশ সুপার টুয়েলভে খেলেছে গ্রুপ-২ তে। সুপার টুয়েলভের বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। যেখানে পাঁচ ম্যাচের সবকয়টিই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ অলআউট হয়েছে ১০০ রানের নিচে।