অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, ওপেনার লিটন দাস এবং পেসার তাসকিন আহমেদ গতকাল দেশে ফিরেননি। তারা আরব আমিরাতে থেকে গেছেন এবং কয়েকদিন পর ফিরবেন। বাকি সব ক্রিকেটার গতকাল দেশে ফিরে এসেছেন।
এতো গেল ক্রিকেটার এবং দলের সাথে যাওয়া ক্রিকেট অপস ম্যানেজার, নির্বাচক, মিডিয়া ম্যানেজার ও প্রধান চিকিৎসকের কথা।
কোচিং স্টাফদের খবর কী? তারা কবে, কখন আসবেন? নাকি এখন আর আসবেন না? ক্রিকেটাররা ঢাকায় ফেরার পর থেকেই এ কৌতুহলি প্রশ্ন অনেকের মনেই উকি ঝুঁকি দিচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া জাতীয় দলের কোচিং স্টাফের কেউ প্রথম বহরে আসেননি।
জানা যায়, হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও জুলিয়ান ক্যালেফাতো এবং ভিডিও ও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস সবাই ছুটিতে নিজ নিজ দেশে চলে গেছেন।
তারা কেউ আজ-কালের মধ্যে আসবেন না। ফিরবেন ১১ নভেম্বর। কারণ, ১২ নভেম্বর থেকে পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু হবে। মানে তার আগ দিয়েই আবার রাজধানীতে এসে পৌঁছাবেন জাতীয় দলের সব বিদেশি কোচিং স্টাফ।