জলবায়ু পরিবর্তনে ২১৬ মিলিয়ন মানুষ নিজ দেশ থেকে অন্য দেশে অভিবাসী হতে বাধ্য হবে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিশ্বব্যাংকের ওয়াশিংটন অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জলবায়ু পরিবর্তনের আঘাত সব থেকে বেশি পড়বে দরিদ্র জনগোষ্ঠীর ওপর। জলবায়ু পরিবর্তন এবং মানুষের সুস্থতা এবং দারিদ্র্যের ওপর এর প্রভাবের মধ্যে সংযোগ ক্রমবর্ধমানভাবে দৃশ্যমান। জলবায়ু পরিবর্তন আগামী ১০ বছরে সারাবিশ্বে ১৩২ মিলিয়ন মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দেবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
১ নভেম্বর সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে জলবায়ুবিষয়ক ২৬তম শীর্ষ সম্মেলন কপ২৬। এবারের সম্মেলনে ধরিত্রী রক্ষায় ধনী দেশগুলোর করণীয় কী তা প্রকাশ পাবে। ২০৩০ সালের মধ্যে ২০০টির মতো দেশ কার্বন নিঃসরণ কতটা কমাবে, সেই পরিকল্পনা সেখানে তুলে ধরার কথা রয়েছে। সে কারণে এক ধরনের চাপ তৈরি হয়েছে কার্বন নিঃসরণকারী দেশগুলোর ওপর।
দক্ষিণ এশিয়ার দেশগুলো ভয়াবহ জলবায়ু ঝুঁকিতে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং পাকিস্তানে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ধীরগতির দীর্ঘমেয়াদি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে অন্যতম- সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ফসলের ফলন কমে আসা, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্যের ক্ষতি এবং খরা।