আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টি জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে অযৌক্তিক ও অনর্থক বলে উল্লেখ করেছে । নতুন এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিও জানিয়েছে দলটি। ওয়ার্কার্স পার্টির সভাপতি
রাশেদ খান মেনন ও ফজলে হোসেন বাদশা বলেন, করোনা অতিমারির অভিঘাতে মানুষের আয় অনেক কমে গেছে। সমীক্ষা মতে নতুন দরিদ্রের সংখ্যা ৩ কোটি ২৪ লাখ। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেক হ্রাস পেয়েছে। এখন নতুন করে জ্বালানির দাম বৃদ্ধিতে পণ্য মূল্য বাড়বে, পরিবহন ব্যয় বাড়বে। ফলে ব্যয় নির্বাহে এটি সাধারণ মানুষের জন্য গভীর সংকট তৈরি করবে।
৫ নভেম্বর শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এসব কথা বলেন। বিজ্ঞপ্তিতে তারা বলেন, এমনিতেই বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক চড়া। তার মধ্যে জ্বালানির বৃদ্ধি সাধারণ মানুষের ব্যয় নির্বাহে যে চাপ তৈরি করবে, তা হবে মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো।
জ্বালানি তেলের ওপর আরোপিত বর্তমান শুল্ক হার কমিয়ে দাম বাড়ানো এড়ানো যেতো বলে উল্লেখ করেন দলটির শীর্ষ এই দুই নেতা। তারা বলেন, সরকার বিভিন্ন সময়ে বিশ্ব বাজারের দোহাই দিয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। কিন্তু বিশ্ব বাজারে যখন কমেছিল তখন তারা দাম কমায়নি। এখন বিশ্ববাজারের দোহাই দিয়ে জ্বালানির দাম বাড়াল, যা গ্রহনযোগ্য নয়।