হংকংয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করার পর চার জন লোক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে দুই জনের অবস্থা গুরুত্বর। তাদের স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। দেশটির সরকারি সূত্র জানিয়েছে, সিনোভ্যাকের ভ্যাকসিন নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ায় গত এক সপ্তাহে অন্তত ১৫ জন চিকিৎসা সেবা নিয়েছেন। আর সবমিলিয়ে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৮৩ হাজার ৪০০ জন মানুষ। হংকংয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আইসিইউতে নেয়া দুই জনেরই পূর্বে থেকে বিভিন্ন রোগ ছিল। করোনা ভ্যাকসিনের টিকা নেয়া পর তারা আরও বেশি অসুস্থ হয়ে পড়েন।
সিনোভ্যাকের তথ্যমতে, তাদের তৈরি কোভিড প্রতিরোধী ভ্যাকসিনটি হালকা থেকে গুরুত্বর লক্ষণসহ ৫০ দশমিক ৪ শতাংশ কার্যকর। বিশেষজ্ঞরাও এটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গত সপ্তাহের সোমবার টিন শুঁই ওয়াইয়ের একটি কেন্দ্রে টিকা নেয়ার পর অসুস্থ হয়ে পড়েন ৮০ বছর বয়সী এক ব্যক্তি। তখন তাকে স্থানীয় ক্যারিটাস মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুত্বর হয়ে গেলে চলতি সপ্তাহের শনিবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ৭২ বছর বয়স্ক অপর এক মহিলা তিউসুয়ান কোয়ানের একটি কেন্দ্রে টিকা নেয়ার পর অসুস্থ হয়ে পড়েন। তিনিও আগে থেকেই ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। ফেব্রুয়ারির শেষ দিকে টিকাদান কার্যক্রম শুরু করেছে হংকং। ২২ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত দেশটিতে ৮৩ হাজার ৪০০ জন মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।