আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী ৬ নভেম্বর, শনিবার সকাল ১০:৩০ মিনিটে সিরডাপ আন্তর্জাতিক মিলনায়তনে “নয়া স্বাভাবিকতায় পুষ্টি নিরাপত্তা চ্যালেঞ্জ : মোকাবেলায় চাই আইনী কাঠামো” শীর্ষক প্রস্তাবনা নিয়ে‘ যুব ছায়া সংসদ’ এর দ্বাদশ অধিবেশন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদ এর আদলে অনুষ্ঠিতব্য এই যুব ছায়া সংসদে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক যুব ছায়া সংসদ সদস্য অংশ নিবেন এবং প্রস্তাবনার পক্ষে-বিপক্ষে নিজেদের যুক্তি তুলে ধরবেন।
বাংলাদেশ যুব ছায়া সংসদ একটি স্বেচ্ছাব্রতী জাগরণী মঞ্চ যা ২০১৪ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করেছে। দেশের এক তৃতীয়াংশ জনগোষ্ঠী তথা প্রায় ৬ কোটি যুবদের মধ্যে গণতান্ত্রিক ধারায় সমস্যা সমাধানের অনুশীলন বা চর্চ্চা বৃদ্ধি ও ‘দারিদ্র্যমুক্ত, উন্নত বাংলাদেশ’ গড়ার প্রত্যাশা বাস্তবায়নে যুব নেতৃত্ব বিকাশে যুব ছায়া সংসদ কাজ করছে।
ভবিষ্যতের বাংলাদেশে নেতৃত্ব দিবে আজকের যুবরাই। তাই তাদের কথা বলার সুযোগ দিতে হবে, শুনতে হবে জাতীয় জন গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে তারা কি ভাবছে। যুবদের এই স্বেচ্ছাব্রতী প্রয়াসকে জনস্বার্থে এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। এবারের আনীত প্রস্তাবের মাধ্যমে যুব ছায়া সংসদ সদস্যবৃন্দ করোনা অতিমারি পরবর্তি ‘নয়া স্বাভাবিক’ পরিস্থিতিতে দেশের বিদ্যমান পুষ্টি চ্যালেঞ্জ মোকাবেলায় আইনী কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরবেন। তাদের এই বক্তব্য জনস্বার্থেই তুলে ধরা প্রয়োজন। সরকারের নীতি নির্ধারকদের জানা প্রয়োজন দেশের যুব সমাজ কীভাবছে!
শতাধিক যুব প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য যুব ছায়া সংসদ এর দ্বাদশ অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে অংশ নিবেন দেশের অন্যতম সিনিয়র সংাবাদিক ও ডিবিসিনিউজ এর চেয়ারম্যানই কবাল সোবহান চৌধুরী। যুবদের এই সৃজনশীল প্রয়াস সফলে আপনার প্রতিষ্ঠানের সক্রিয় সহযোগিতা কামনা করছি। অনুগ্রহ করে অধিবেশনটি সম্পর্কে এবং এখানে আলোচিত বিষয়সমূহ জনস্বার্থে প্রকাশে আপনার প্রতিষ্ঠান যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। দেশের যুব সমাজের যে কোন ভাল উদ্যোগে আপনার সহযোগিতা যুব সমাজকের অনুপ্রাণিত করুক।