শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শেষ পর্যায়ে। এখন ঢাকা মহানগরের ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের টিকা দিয়ে স্কুল-কলেজে স্বাভাবিক পাঠদান শুরু করা হবে। ১ নভেম্বর সোমবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় অনেকে আমাদের সমালোচনা করেছেন, বর্তমানে তার সুফল পাওয়া যাচ্ছে। করোনার সংক্রমণ এড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও সীমিত আকারে ক্লাস কার্যক্রম শুরু করা হয়েছে। স্কুল-কলেজ শিক্ষার্থীদের দ্রুত টিকা দিয়ে পাঠদান স্বাভাবিক করে তোলা হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। আজ ঢাকায় শুরু হলো। এরপর এ কার্যক্রম জেলা পর্যায়ে শুরু হবে। পরে তা উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফাইজারের টিকা ভালো। এই টিকা আমরা কিছু দিন আগে প্রাথমিকভাবে প্রয়োগ করেছি। তাতে দেখা গেছে, খুবই ভালো ফল। কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। সবাই খুব ভালো আছে, সুস্থ আছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার, ইউএসএআইডির প্রতিনিধি, ইউনিসেফের প্রতিনিধি এবং শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন স্তরের কর্মকর্তারা।