‘সাম্প্রদায়িক মন্ত্রণা রুখতে ছড়াই সম্প্রীতির সুর’- এই স্লোগান নিয়ে এক অনুষ্ঠান করেছে মঞ্চ নাটকের প্রশংসিত দল প্রাচ্যনাট। ৩০ অক্টোবর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হয় বিশেষ এ আয়োজনটি। অনুষ্ঠানে পথনাটক, পারফরম্যান্স আর্ট, ইন্সটলেশন আর্ট, আবৃত্তি এবং সম্প্রীতির গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে নাটকের দল, গানের দল, আবৃত্তিকার, চিত্রশিল্পী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্নস্থানে ঘটে যাওয়া সহিংসতা, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে এই আয়োজনটি সম্পন্ন করে প্রাচ্যনাট। এই আয়োজনে বিভিন্ন ধরনের পরিবেশনায় অংশ নেন বিনোদন অঙ্গনসহ অন্যান্য অঙ্গনের পেশাজীবীরাও। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিমুল মুস্তাফা প্রমুখ।