তরুণ সাংবাদিক হিসেবে নির্দিষ্ট ক্যাটাগরিতে বিশেষ প্রতিবেদনের জন্য অ্যাকশন এইড মিডিয়া অ্যাওয়ার্ড ও ফেলোশিপ পেয়েছেন ৭ জন। রোববার (৩১ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ফেলোশিপ এবং পুরস্কার তুলে দেওয়া হয়। অ্যাকশন এইড তরুণ সাংবাদিক পুরস্কার পান বিটিভির প্রতিবেদক এবং প্রযোজক মো. ইকবাল হোসেন, এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ সাইফুল আলম এবং ঢাকা অ্যাপোলজির উপ-ব্যবস্থাপনা সম্পাদক মিফতাহুল জান্নাত।
এছাড়া তরুণ সাংবাদিক হিসেবে ফেলোশিপ পান বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট বাবু কামরুজ্জামান, ডেইলি স্টারের প্রতিবেদক নিলিমা জাহান, আইপি নিউজবিডির প্রধান প্রতিবেদক সাতেজ চাকমা এবং দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক এবং আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন একশন এইড বাংলাদেশের ব্যবস্থাপক নাজমুল আহসান এবং টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক বোরহানুল হক সম্রাট। অনুষ্ঠানে পুরস্কার ও ফেলোশিপ প্রাপ্তদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।